Sina Hasan’s Lyrics

১. ন্যাংটো পাগল
কথা, সুর: সিনা

একটা ন্যাংটো পাগল হাঁটতো তোমার শহরের রাস্তায় রাস্তায়
দ্যাখো ডায়বেটিস রোগীরাও আজো পার্কে দৌড়ে বেড়ায়
মুখের কথায় বদল হওয়া যায় কি না যায়
জানিনা জানিনা জানিনা- জানিনা
দুপুর বেলায় ঘামের তাড়ায় বিলবোর্ডের ছায়ায় ছায়ায়
রোদ্দুর থেকে শরীর বাঁচায় ক্লান্ত নাগরিক
তবু মধ্যবিত্ত ঠিক হায় ঠিক সবই ঠিক
একটা স্বাধীন পাখি উড়তো তোমার শহরের পাড়ায় পাড়ায়
দ্যাখো আসন সকল বদল হলেও আসল বদল মুখ থুবড়ে রয়

২. লাস্টবেঞ্চ
কথা: রাজীব আশরাফ ও সিনা, সুর: সিনা

আমি লাস্টবেঞ্চ আমি ব্যাকডোর
আমি মরে গেলে লাভ বেশী তোর
আমি পাড় মাতালের জেগে থাকা ভোর
তন্দ্রার কবিতায় শূন্য আসর
আমি বেঁচে থাকা মানে- ফাঁপর

আমি ব্লাকলিস্ট আমি হার্ডকোর
আমি পাপী বলে নিস্পাপ হওয়া তোর
আমি জঞ্জাল এক শহর
আমায় ভুলে গেলেই লাভ বেশী তোর
আমি নাই হলে কি হবে তো- ফাঁপর

৩. কই যাও?
কথা, সুর: সিনা

রাজ্যের সব আস্তাকুড়, প্রশাসনিক মস্তমুগুর, অথবা ধর রাজকন্যা, কিংবা কাজের বেটি ময়না
গলদঘর্ম সব দৌড়ায়- দৌড়ায় দৌড়ায় দৌড়ায়
এতো এতো মানুষ এতো এতো দৌড় কই যায়?
কই যায়? কই যায়? কই যায়?
তুমি কই যাও? আমি কই যাই? সে কই যায়? কই যায়?

লাইফটা নয় বেড অফ রোজ, আমার তাই লাগে রোজ রোজ, সোস্যাল ডোজ, মেন্টাল ডোজ, হাই ভোল্টেজ কেমিক্যাল ডোজ
প্রেমিকার হাত ছেঁড়ে সেবিকার খোঁজ সেও দেখি দৌঁড়ায়- দৌঁড়ায়
এতো এতো মানুষ এতো এতো প্রেম কই যায়?
কই যায়? কই যায়? কই যায়?
তুমি কই যাও? আমি কই যাই? সে কই যায়? কই যায়?

দৌড়ে দৌড়ে গ্রাম দৌড়ে শহর, দৌড়ে জন্ম আর দৌড়ে কবর, দৌড়ের ঘর একচালা সংসার, দৌড়ে চাঁদের জমি দৌড় যার যার
তোমার জানালায় কি ঝড় আসেনাই? আকাশ কি কখনো মেঘে ঢাকেনাই? তোমার কি কখনো ঘুম পায়নাই?
শালা মানুষ- ঘুমালেও দৌড়ায়
এতো এতো মানুষ এতো এতো ঘুম কই যায়?
কই যায়? কই যায়? কই যায়?
তুমি কই যাও? আমি কই যাই? সে কই যায়? কই যায়?

৪. আমি ছুটে যাই
কথা ও সুর: সিনা

রাতের তারা দিশেহারা, ছাদে আমি কতো ছোট
বয়স বাড়ে- সময় কাটে- বড় হওয়া সোজা কতো
পথের ধুলো, আগুন চলো, আমি অবিরত
আমি ছুটে যাই আমার মত.

জীবন যেমন রংএর মতোন, জলে মেশে কতো দ্রুত
ভালোবাসায়- মেশায়- নেশায় আমি কুফা আমি ছুঁতো
কাঁথার জমিন ভরাট করে বুনে চলা সুঁই সুঁতো
আমি ছুটে যাই আমার মতো.

৫. কবি আমি
কথা: মুন্না, সুর: সিনা

কবি আমি কবিতা তুই
কোনএক আধোচেনা চিত্রকল্পের গলিপথে
হেঁটে গিয়ে তাই ভাবনার ভেতরে
আমি ভাঁজ হয়ে শুই

৬. ঝিম
কথা, সুর: সিনা

মাথাটা ঝিম ঝিম করে মাগো
কেউ ঘুমায় কেউ ঝিমায় কেউবা স্বপ্ন দ্যাখে জেগে জেগে
মাগো মাথাটা, মাগো মাথাটা, মাগো মাথাটা
ঝিম ঝিম- ঝিম ঝিম- ঝিম ঝিম – ঝিম ঝিম
করে করে করে করে করে

৭. লেফট রাইট
কথা, সুর: সিনা

লেফট রাইট করেছি দশটা বছর আর শপথ করেছি প্রতিদিন
রাখাল গরুর পাল নিয়ে ফেরে ঘরে সাঁঝে আমি ফিরি পড়ার টেবিল
এভাবে কি স্বাধীনতা কখনো এসেছিলো কোনও দিন
যতোটা স্বাধীন বলে ভাবাও আমি তার চেয়ে বেশী স্বাধীন
ওসব তো করেছি ছেলেবেলায় ইশকুলের কম্পাউন্ডে
এখন রাস্তা কাঁপে সেই লেফট রাইট জ্বরে আর আমি কাঁপি স্মৃতি শহরে
রাস্তা এখন দুই ভাগ হয়ে যায়
ছুঁটে আসে অটোমেটিক মেশিন

৮. ভূগোল
কথা: তুহিন দাস, সুর: সিনা

মেয়ে তুমি ভূগোল কেন পড়
তোমার ভেতর মার্বেলের কক্ষপথ
তুমি ভ্রুকুটি পার্লার রাশিফল পুঁজি, বৃক্ষের আয়ু আমি পাইনি বুঝি
চলো অন্য আকাশ সন্ধ্যাতারা খুঁজি

মেয়ে তুমি সমাজ কেন পড়
তুমি এক আজন্ম সামাজিক পাঠ
তুমি ভ্রুকুটি পার্লার রাশিফল পুঁজি, বৃক্ষের আয়ু আমি পাইনি বুঝি
চলো অন্য আকাশ সন্ধ্যাতারা খুঁজি